বাংলাদেশ ছাত্রলীগ মিরসরাই পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ মাসের জন্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে মো: আলাউদ্দিন আলোকে আহবায়ক, মো: হান্নান,ইমাম হোসেন রাহাত,হাসান মুরাদ জনি,সাইফুল ইসলাম সাকিব,আরাফাত বিন সাকিল,আব্দুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং ২৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া শাহ নেওয়াজ নিশাত,আশিক হাসনাত,মো:শেখ হাসানকে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফরা ইকবাল নাহিদ, আরিফুর রহমান ও মিথুন শর্মা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন,দীর্ঘ প্রায় ১ যুগ পর মিরসরাই পৌরসভা ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছি। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ৩ মাসের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।আমাদের আগামির নৌকার কাণ্ডারি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালি করার জন্য কাজ করবে।
মিরসরাই পৌরসভার নব নির্বাচিত আহবায়ক মো: আলাউদ্দিন আলো চট্টগ্রাম কলেজ থেকে অনার্স এবং বর্তমানে একই কলেজে মাস্টার্স ডিগ্রীতে অধ্যায়নরত রয়েছেন। কমিটির অন্যান্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত রয়েছেন।
এদিকে দীর্ঘ ১২ বছর পর মিরসরাই পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে ।