দক্ষিণ আমবাড়িয়া বজলুচ্ছোবহান মাস্টার সড়ক পাকাকরণের কাজের উদ্বোধন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় প্রথমে সড়কটির কাজের উদ্বোধন করেন।পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। গ্রামবাসী জানায়, এই রাস্তা পাকাকরণের ফলে গ্রামের মানুষের যাতায়াতে সুবিধা হবে। যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা দ্রুত বিদ্যালয়ে যেতে পারবে।কৃষি সামগ্রিক খুব সহজে বাজারে নেওয়া যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলী,খৈয়াছড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ সফিউল্লাহ, ইউপি সদস্য ইউসুফ হারুন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল মোস্তফা,ইউনিয়ন আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক শহিদ খাঁন, ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল কোরাইশী,ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল বারি অপুসহ গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন।