তোমার কাছে কিছু প্রশ্ন

top Banner

শিমু সীমা

কেন এমন হলো
আমি চেয়েছি কি
হলো বা কি?

দোষটা কাকে দেব?
নিজেকে নাকি সৃষ্টিকর্তাকে?

স্বপ্ন নিয়ে সুখের ঠিকানা
চাওয়াটা কি আমার অপরাধ?

স্বপ্ন কেই বা দেখে না
প্রতিটি মানুষইতো স্বপ্ন দেখে

আমারটা কেন ভুল হলো?
এখনো স্বপ্ন রয়ে গেলো ।

জানিনা আদৌ কি হবে
সেই স্বপ্ন পুরণ।

এই মৃত্যুর মিছিলে আমি
হয়তো নাও থাকতে পারি
কিন্তু স্বপ্ন রয়ে যাবে চিরকাল ?

আরো খবর