তিনদিনেও নেভেনি বিএম ডিপোর আগুন

top Banner

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিএম ডিপোতে আগুন লাগার তিনদিন পার হলেও এখনও পুরোপুরিভাবে নেভেনি। আগুন পুরোপুরি নেভাতে টানা ৬০ ঘণ্টা ধরে নিরলস চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (৭ জুন) সকালেও ডিপোর ভেতরে থাকা কনটেইনারগুলো থেকে ধোয়া বের হচ্ছে। পাশাপাশি কিছু কনটেইনারে আগুন জ্বলছে। এসব কনটেইনারে সুতির কাপড়, তুলা, জুট আছে। বাতাসের তীব্র গতি, কনটেইনারের মাত্রাতিরিক্ত তাপ ও কোন কনটেইনারে রাসায়নিক আছে তা চিহ্নিত করতে না পারায় আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন বলেন, আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। কিছু কনটেইনারে এখনও আগুন জ্বলছে। কোন কনটেইনারে আরো কোন রাসায়নিক আছে কিনা তা বোঝা যাচ্ছে না। আমাদের দুটি স্টেশনের তিনটি ইউনিট রোটেশন অনুযায়ী কাজ করে যাচ্ছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪১ জন মারা গেছেন। কয়েকশ’ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪১ জনের মধ্যে ২৫ জনের নাম পরিচয় মিলেছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ৫ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন সৃষ্টি হয়। বাসা-বাড়ি, মসজিদের জানালার গ্লাস, দরজার লক ভেংগে যায়। আশপাশের স্থানীয়রা ঘর ছেড়ে দূরবর্তী স্থানে চলে যায়।

আরো খবর