ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও সাবেক ছাত্র নেতা পারভেজ সাজ্জাদ। নিউইয়র্কের একটি হাসপাতালে টানা ১০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে ফিরেই ডেঙ্গুর কবলে পড়েন তিনি। গুরুতর অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে দেশবাসীর কাছে দোয়া চান এ বিএনপি নেতা।
পারভেজ সাজ্জাদ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে নিজ এলাকার বিএনপির রাজনীতিতে তার সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার পতনের পর দেশে এসেই বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তিনি দলের দুর্দিনে নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীদের খোঁজখবরও নেন।
হাসিনার বিরুদ্ধে সজাগ থাকা এ বিএনপি নেতা গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদানসহ হাসিনা বিরোধী বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেন।
এছাড়াও তিনি মিরসরাইসহ উত্তর চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা ফ্যাসিস্ট সরকারের মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তাসহ সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন। দলের প্রয়োজনে ভবিষ্যতেও সাহায্য সহযোগিতার আশ্বাস দেন এ নেতা।