চলমান রিপোর্ট:
মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে নির্মিতব্য বায়তুস সুলতান জামে মসজিদের কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মসজিদের কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী , সহ- সভাপতি কামরুল হাসান হাবীব, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে তিন তলা বিশিষ্ট বায়তুস সুলতান জামে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এটি নির্মিত হলে এলাকার অসংখ্য মানুষ নামাজ আদায় সহ ধর্মীয় অনুশীলনের সুযোগ পাবে। তাই এই মসজিদ নির্মাণে যারা সার্বিক সহযোগিতা ও তাদের ধন্যবাদ জানান তিনি।