মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে এগিয়ে এলেন খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদুল হাসান রাবিব। আশে পাশের মানুষদের কাজ থেকে দূর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থল গিয়ে দুর্ঘটনাকবলিত প্রশাসনের সাথে মাইক্রোবাস থেকে মরদেহ গুলো উদ্ধার এ ইউনিয়ন ছাত্রলীগ নেতা।
নাহিদুল হাসান রাবিব বলেন, লাশগুলো দেখে প্রথমে হতভম্ভ হয়ে যাই। পরে অন্যদের সাথে লাশগুলো উদ্ধার করে বড়তাকিয়া রেল ষ্টেশনে রাখি। সেখান থেকে পুলিশের গাড়ি, এ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর আগে মিরসরাই বাসী ২০১১ সালের ১১ জুলাই এতগুলো লাশ একসাথে দেখেছিল। আজ দ্বিতীয়বার আবার এতগুলো লাশ দেখলাম।
তিনি আরো বলেন, স্থানীয় মেম্বার পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ভাইয়েরা ও আমার ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ছাত্রলীগের ভাইয়ের সহযোগিতা করেন।
নাহিদুল হাসান রাবিব উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মো. নাছির উদ্দিনের পুত্র। রাবিব উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।