বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল সৃষ্ট বাতাস ও বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের খোঁজ খবর নিয়েছেন মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। রোববার রাত থেকে মানুষকে সতর্ক করতে ইউনিয়ন জুড়ে মাইকিং করা হয়েছে। সোমবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা এ বিষয়ে দেখভাল করেন।
জানা গেছে, রোববার (২৬ মে) রাত ৯টা থেকে উপকূল অতিক্রম শুরু করে। এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। বাদ যায়নি মিরসরাইও। বিভিন্ন স্থানে গাছের ডালপালা ভেঙ্গে ভোর থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার জানান, কাল থেকে আমার ইউনিয়নে সব ওয়ার্ডে মাইকিং করে সতর্ক করা হয়েছে। সোমবার সকাল থেকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছি। বড় ধরনের কোন সমস্যা হয়নি। তিনি আরো বলেন, আমার ইউনিয়নের জনগনের সুখে, দুঃখে তাদের পাশে থাকা আমার দায়িত্ব। এই দুর্যোগে আমি ঘরে বসে থাকবো তা কি করে হয়। আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই