নিজস্ব প্রতিবেদক:
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানে সারাদেশের ন্যায় জোরারগঞ্জ থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জলসা কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এএসপি সার্কেল (মিরসরাইÑজোরারগঞ্জ) লাবীব আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ূন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
এসময় বক্তারা বলেন, দেশে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কমিউনিটিং পুলিশের গুরুত্ব অপরিসীম। তাই সব রকমের অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।