জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন : সভাপতি অনিক,সম্পাদক সেফায়েত

বাংলাদেশ ছাত্রলীগ মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর ) উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সাহেদ বীন কামাল (অনিক) সভাপতি ও সেফায়েত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া দুর্জয় চক্রবর্তী, ইব্রাহীম রুমি ও শাহ আব্দুল্লাহ্ আল রাহাতকে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফরা ইকবাল নাহিদ, আরিফুর রহমান ও মিথুন শর্মা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ১ বছরের জন্য মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘ ৭ বছর পর জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি পাওয়ায় খুশি তৃণমূল নেতাকর্মীরা।

আরো খবর