মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার। অভিবাবক সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন। এছাড়া পরিচালনা কমিটির সদস্যরা হলেন হারুনুর রশীদ, মেজবা উল আলম বাবুল, মোঃ শহীদ, বিপুল তফাদার ও মহিলা সদস্য প্রিয়াংকা হাজারী। পদাধীকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম মাষ্টার বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বজায় রাখা, শিক্ষার আরো মানোন্নয়ন, সুষ্ঠ পরিবেশে পাঠদান, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।