জোরারগঞ্জে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার শেষের দিনে মেলা থেকে বাড়ি ফেরার পথে গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ জানুয়ারি) র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার চান্দিনা এলাকায় র্যাব-৭ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটকৃতরা হলেন, জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মোস্তফা মাস্টারের ছেলে আল মামুন (২২), মনির আহম্মদের ছেলে মাইন উদ্দিন (২৫), আর্মি কামালারে ছেলে মো. জুয়েল, মৃত মহিউদ্দিনের ছেলে জামাল উদ্দিন (২৫)।
র্যাব জানায়, গত ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলায় আসা দোকানিদের কাছ থেকে স্থানীয় মাঈন উদ্দিন ওরফে টিটু চাঁদা দাবি করেন। বিজয় মেলার আয়োজকরা দোকানিদের চাঁদা দিতে নিষেধ করে।
পরে গত ১ জানুয়ারি মেলা থেকে ফেরার পথে জোরারগঞ্জ বাজারে মাঈন উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা দোকানিদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা এলোপাতারি গুলিবর্ষণ করেন। এসময় মেলার শৃঙ্খলা কমিটির ছয় সদস্য গুলিবিদ্ধ হয়। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতারি কোপানো হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান।
এ ঘটনায় গত ৪ জানুয়ারি জোরারগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান।
মো. নূরুল আফছার বলেন, আটকের পর তাদের জোরারগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার ঘটনা স্বীকার করেছে আসামিরা।