জোরারগঞ্জে গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃত্যু

top Banner

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দমকা হাওয়াতে গাছের ডাল ভেঙে পড়ে সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৫টায় দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের কাটাবিল এলাকায় হাসমত আলী ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মুনতানা ওই বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার শিশু কন্যা।

মুনতাহার চাচা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ঘরের সবার অগোচরে শুক্রবার বিকালে বাড়ির সামনে গেলে একটি গাছের ডাল ভেঙে পড়ে আমার ভাতিজি গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখালে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  সদস্য আশরাফ উদ্দিন। তিনি বলেন আমার ওয়ার্ডের কাটাবিল এলাকায় হাসমত আলী ভূঁইয়া বাড়িতে আনোয়ার হোসেন ভূঁইয়ার চার বছরের শিশু কন্যা গাছের ডাল পড়ে মারা গেছে খুব দুঃখ্য জনক।

 

আরো খবর