জয়পুর পূর্ব জোয়ার ফ্রেন্ডস জোন কতৃক দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

top Banner

মিরসরাই উপজেলা করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার ফ্রেন্ডস জোন কতৃক দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) জয়পুর পূর্ব জোয়ার কালী পুকুর সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অগ্রযাত্রা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে পশ্চিম জোয়ার জুনিয়র একাদশ। ম্যান আব দা ফাইনাল নির্বাচিত হত পশ্চিম জোয়ার জুনিয়র একাদশের খেলোয়াড় সাজিদ।

এর আগে গত শুক্রবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি তৌহিদুল হক। করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান জানুর সভাপতিত্বে ও টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তাইফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আবদুল কুদ্দুস, করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইপি সদস্য ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মাহাফুজুর রহমান, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সহ সভাপতি আশিষ দাশ, বিশিষ্ট ব্যবসায়ী শহাদাত হোসেন , আওয়ামী লীগ নেতা সরোয়ার। সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান ,যুবলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।

আরো খবর