। চলমান রিপোর্ট ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখযোদ্ধা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আই.আই.ইউ.সি) শাখার উদ্যোগে মিছিল বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহবায়ক মো. রিপন, সদস্য সচিব আশরাফুুল হক সহ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ ছাত্রলীগের হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।