মিরসরাই থানা এলাকায় সকল ধরনের অপরাধ কার্যক্রম প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে বিট পুলিশিং এর সভা সম্পন্ন করা হয়েছে।
রবিবার ( ১১ সেপ্টম্বর) দিন ব্যাপি থানা এলাকার পৃথক ৪টি ইউনিয়নে এ সভা সম্পন্ন করা হয়।
থানা সূত্রে জানা যায়, মিরসরাই থানা এলাকাকে অপরাধ মুক্তরাখতে ও সাধারণ মানুষকে সচেতন করে তুলতে মিরসরাইয়ের ৪টি ইউনিয়ন মিরসরাই সদর, খৈয়াছড়া , মায়ানী ইউনিয়ন ও হাইতকান্দি ইউনিয়নে দিন ব্যাপি বিট পুলিশিং সভা সম্পন্ন করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন মিরসরাই সার্কেল সিনিয়র এএসপি লাবীব আবদুল্লাহ, অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন , পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত সহ বিট ভিত্তিক সংশ্লিষ্ট অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন। সচেতনাতা মূলক আলোচনা সভায় ৪টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মাদক, সাম্প্রদায়িকতা, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ,গরু চুরি,বিবিধ চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা, সাইবার ক্রাইম ও বিবিধ অপরাধ সংক্রান্তে সচেতনতা মূলক আলোচনা করা হয়। সংশ্লিষ্ট এলাকার স্থানীয় চেয়ারম্যান,মেম্বার, মসজিদের ইমাম সহ নেতৃত্ব ও স্থানীয় লোকজন সভায় উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নতির লক্ষে জনগনের দ্বারপ্রান্তে পুলিশিং সেবা পৌছে দিতে পর্যায়ক্রমে বিটের সকল ওয়ার্ডে এ ধরণের সভা নিয়মিত আয়োজন করা হবে।