চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত আটক

top Banner

চলমান রিপোর্ট

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। বিএনপি-পুলিশ সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। এসময় তার পিএ মারুফসহ আরও দুজনকে নগর গোয়েন্দা পুলিশের গাড়িতে তোলা হয়।
সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগররের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে তাদের আটক করা হয়েছে।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান,‘সন্ধ্যায় পুলিশ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত ও তার পিএ মারুফসহ তিনজনকে আটক করা হয়েছে।’ এরআগে বিএনপি অফিস থেকে নগর মহিলা দলের সভানেত্রীসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছিল।

এরআগে সোমবার দুপুর তিনটা থেকে মোদিবিরোধী বিক্ষোভে গিয়ে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা পালন করতে এসে এবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ মার্চ) দুপুর ৩টার দিকে নগরের কোতোয়ালী থানার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধায়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরো খবর