চট্টগ্রাম জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারে মিরসরাই ইউএনওর প্রতিবাদ

top Banner

মিরসরাইয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের বিরুদ্ধে একটি কূচক্রী মহলের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। সবাইকে সমাজে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান তিনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসীম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কনির চৌধুরী, জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন, মিরসরাই থানার ওসি কবির হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক, চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সদস্য অনিবার্ণ চৌধুরী রাজীব প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের সভাপতি সুভাষ সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুরা।

আরো খবর