চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শান্তি সমাবেশে মিরসরাই উপজেলা যুবলীগ

top Banner

দেশব্যাপী বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে আজ ২৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে শান্তি সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নগরীর দোস্ত বিল্ডিং প্রাঙ্গণে শান্তি সমাবেশ পরিনত হয় গনজাগরণ।শত শত নেতাকর্মীদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়।
শান্তি সমাবেশে সবচেয়ে বড় মিছিলটি আসে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের।

মিছিলের নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন,ইমতিয়াজ অভি,শওকত আজিম রিংকু, মনজুরুল হাসান মঞ্জু,ফেরদোস,আরাফাত, রাসেদুল করিম,আলী আহমেদ জাহিদ, নুরুল হাদি সুজন,হাসান রেজা মাহমুদ রুমি,নিলু,আলি,উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবু,ইরফান,রিফাত, জাহেদ ইসলাম রানা।

মিরসরাই উপজেলার মিছিলটি চট্টগ্রাম নতুন স্টেশন হয়ে নিউমার্কেট মোড় হয়ে বিপনি বিতন থেকে দোস্ত বিল্ডিং এ শান্তি সমাবেশে যুক্ত হয়।মিছিলটিকে স্বাগতম জানান চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মো.শাহজাহা।যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন বলেন প্রধানমন্ত্রী দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছেন। এই ভাষার মাসে তা রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। দেশের জনগণের জানমাল নিরাপত্তায় রাজপথে অবস্থানে রয়েছে যুবলীগের নেতাকর্মীরা।আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগ মাঠে ছিল এবং থাকবে।
আরেক যুব নেতা ইমতিয়াজ অভি বলেন আমি প্রতিবারের মতো রাজপথে সক্রিয় ছিলাম আছি থাকবো।শান্তি সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এস.এম.রাশেদুল আলম সবাইকে সজাগ এবং সতর্ক থাকার নির্দেশ দেন।শান্তি সমাবেশটি পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মো.শাহজাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা এহসানুল হক ডিউক, মীর ইকবাল, এসএম কামাল, জালাল আহমেদ রানা, মোস্তফা পলিন, শুভ দাশ, মুজিবুর রহমান, সজীব দাশ, মো. মিরাজ উদ্দিন, উত্তম লাল, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, ইরফান আলী ফাহিম, আতিকুর রহমান তুষার, ইমদাদুর রহমান রিয়াদ, মোর্শেদ আলী, মোহাম্মদ আকবর, মো. শামিম শান্ত, মো. তানভীর, মো. তারেকুর রহমান, শাহরিয়ার শুভ, শাহাদাত আহমেদ, মো. ফয়সাল, মো. মিনহাজ উদ্দিন, মীর ইরফান ইমাদ প্রমুখ।

আরো খবর