চট্টগ্রামে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিঙ্গুলীর তমা দেবী

top Banner

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের “হিঙ্গুলী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র” এর পরিদর্শিকা তমা দেবী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় হিঙ্গুলী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা তমা দেবীর হাতে সম্মাননা সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। জানা গেছে, হিঙ্গুলী ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে ২৪ ঘন্টা প্রসূতি মায়েদের সেবা দেয়া হয়ে থাকে। হিঙ্গুলী ও এর আশপাশের প্রসূতিদের প্রসব বেদনা নিয়ে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় না। এছাড়া মা ও শিশুদের জন্য রয়েছে বিনা খরচে চিকিৎসা সেবা ও ঔষধের ব্যবস্থা। জানতে চাইলে হিঙ্গুলী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা তমা দেবী বলেন, কর্ম জীবনে এটি আমার অনেক বড় পাওয়া। আমি আমার হাসপাতালের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উধর্তন কর্মকর্তাদের প্রতি। স্যারদের সহযোগীতা এবং আমার কর্ম দক্ষতায় আমি এই কৃতৃত্ব অর্জন করেছি।

আরো খবর