ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক বাছাই ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ।
উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহ আলম, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোশারফ হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আক্তার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মহসিন আলী, ইউপি সদস্য মো. জিয়া উদ্দিন শিমুল ও সাদেক হোসেন।
ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজ্বী মো. মহসিন আলীর সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ৫৬ টি ইভেন্টে অংশগ্রহণ করেন। সকল ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। এসময় ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার রায়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।