খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

top Banner

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অায়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল হক জুনু ।

ইউনিয়ন পরিষদের সদস্য নুর উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সরোয়ার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ সফিউল্যাহ,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত জামিল, জেলা পূজা কমিটির সদস্য,বাবু গোপাল চন্দ্র চৌধুরী,দক্ষিণ আমবাড়িয়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুদ্দিন, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভূতি রঞ্জন চৌধুরী,মসজিদিয়া সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক নুর নবী , মধ্যম-আমবাড়িয়া জামে মসজিদের খতিব মোঃরকিবউল ইসলাম,সমকাল পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাংবাদিক বিপুল দাস,বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃসুমন, ইউপি সদস্য ইউসুফ হারুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব,সাধারণ সম্পাদনা তানভীর হোসেন।সম্প্রীতি সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুজা কমিটি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশে চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল হক জুনু বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়ানোর জন্য অশুভ মহল সবসময় তৎপর। খৈয়াছড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক মাননীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সকলকে নির্দেশ দিয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।

আরো খবর