খৈয়াছড়ায় ছাত্রসমাজ প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সজীব স্মৃতি ফুটবল একাদশ

top Banner

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২,৩,৪ নং ওয়ার্ডের ছাত্রসমাজ প্রীতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দক্ষিণ আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই টুর্নামেন্ট উদ্বোধন করেন খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শফিউল্লাহ।

আয়োজিত ফাইনাল খেলায় সজিব স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে উত্তর আমবাড়িয়া ফুটবল একাশকে পরাজিত করে।

সাংবাদিক শিহাব উদ্দিন শিবলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

তিনি বলেন,বিগত কয়েক বছর ধরে মিরসরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে ‘কিশোর গ্যাং’ কালচার অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।বিভিন্ন বিচিত্র নামে এসব কিশোর গ্যাং পাড়া-মহল্লায় ত্রাস সৃষ্টি করে চলেছে। গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক এমনকি খুন-খারাবির সাথে জড়িয়ে পড়েছে। তাই মাদক থেকে দূরে থাকতে তোমাদেরকে খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করে দেশের জন্য কাজ করতে হবে ।

এছাড়াও উপস্থিত ছিলেন, খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল মোস্তফা, মুক্তিযোদ্ধা নুর ইসলাম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ হারুন,উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুর রহমান সম্রাট,খৈয়াছড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল রুবেল, সাধারণ সম্পাদক আশরাফুল বারি অপু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব,সহ-সভাপতি সাকলাইন মোস্তাক, ছাত্রনেতা নাদের, রাকিব,ইমন, প্রমুখ

সবশেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি তুলে দেন।

আরো খবর