দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা অনুযায়ী দেশব্যাপী আগামী দশ দিনে পাঁচ লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালক করেছে।
রবিবার ( ২১ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বড়তাকিয়া অংশে চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
এসময় তিনি বলেন, আজকে থেকে আগামী দশদিন চট্টগ্রাম উত্তর জেলার অধীনস্হ সকল উপজেলা, কলেজ , ইউনিয়ন ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। সকলের প্রচেষ্টায় পরিবেশ রক্ষায় চট্টগ্রাম উত্তর জেলার সকল ইউনিট সফলভাবে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করবে।