চলমান রিপোর্ট
দীর্ঘদিন করোনা মহামারীর কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেনের পক্ষ থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
মোঃ কামরুল হোসেন বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কলেজে শিক্ষার্থীরা ফিরে আসায় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা প্রাণ ফিরে পেয়েছে। তবে তাদের স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে। আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই’র আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামশে ইউনিয়নের সকল স্কুল, মাদরাসায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। দীর্ঘ করোনাকালীন সময়ে অত্র ইউনিয়নের অসহায়, হতদরিদ্র, খেটে-খাওয়া, দিন মজুর, কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ের করেরহাটে আওয়ামীলীগ নেতা কামরুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে।