নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী ব্যস্ত সময় অতিবাহিত করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী। বুধবার ( ১৭ নভেম্বর) সকালে সম্প্রতি মারা যাওয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের মায়ের কবর জিয়ারত করেন। এরপর করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মরহুম সৈয়দ নুরল আবছারের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অসুস্থ বিএনপি নেতা সালেহ আহম্মদ ডিপটির বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, করেরহাট ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি জাফর আহমেদ, করেরহাট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, থানা যুবদল নেতা মোশাররফ হোসেন খানসাব, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোবারক হোসেন, করেরহাট ইউনিয়ন যুবদল নেতা সাঈদ ভূইয়া ,আব্দুল মতিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম হোসেন সোহেল, আনোয়ার, মাঈন উদ্দিন, ছাত্রদল নেতা জহির, হৃদয়, রাফি, আমিন শরীফ সহ প্রমুখ।