নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম তোবারক হোসেন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুল হোসেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মনসুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জহিরুল ইসলাম ভূইয়া, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আজম খান, উপজেলা যুবলীগের সাবেক সদস্য, আলা উদ্দিন আলো, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শোয়াইব রুমি, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোশাররফ হোসেন, জিয়াউর রহমান জিয়া, বেলাল হোসেন, করেরহাট ইউনিয়ন যুবলীগ নেতা ফজলুল হক রাজু, সাকিব হোসেন, নাজিম উদ্দীন রিপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক শামীম ওসমান, উত্তরজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জিয়াউর তারেক তুষার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইকি, করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহাগ, হাছান, আলী, এনাম, সাকিল, বাবলু, ফখরুল, রিয়েল, হৃদয় দে, অপু দে, রিপাত, পারভেজ, আজমীর, সাব্বির, মেহরাজ, জয়, রাহুল, রানা, রকি, নাঈম, সোহেল, সালমান প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন মাশরাফি রিয়াদ, আরমান খান, ফখরুল ইসলাম।