নিজস্ব প্রতিবেদক:
মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, ওয়েবসাইট উদ্বোধন ও আন্তঃ ক্রীড়া অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠান সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহিন ও সদস্য দীন মোহাম্মদ দিলু’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উচ্চ পরিষদ সদস্য এনায়েত হোসেন নয়ন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সংগঠনের উচ্চ পরিষদ সদস্য ও মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাবেক সভাপতি মো. নুরুল আলম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাবেক প্রচার সম্পাদক আজিজ আজহার, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় এর সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, নির্বান সংঘের সভাপতি তানভীর আহমেদ, হিতকরীর সভাপতি শহীদুল ইসলাম রয়েল, মধ্যম আমবাড়িয়া যুবসংঘের সভাপতি আলতাফ হোসেন, স্বপ্ন তরী-৭১’র সভাপতি খাঁন মোহাম্মদ মোস্তফা, ইউসাম এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজিব, পশ্চিম জোয়ার ক্রিড়া সংস্থা তোফায়েল আমিন মাসুদ প্রমুখ।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি কর্মসূচির শুভ উদ্বোধন হয়ে প্রথম পর্বে বর্ণাঢ্য র্যালী, ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস নির্ণয় ও করেরহাট সাথী ডেন্টাল কেয়ার এর সৌজন্যে ফ্রি ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২য় পর্বে স্মৃতিচারণ, অতিথি বরন, শুভেচ্ছা বক্তব্য, স্মরণিকার মোড়ক উন্মোচন, ওয়েবসাইট উদ্বোধন, আন্তঃক্রীড়ার পুরস্কার বিতরণ ও ৪০ বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
প্রসঙ্গত, ১৯৮১ সালে উদয়ন ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ ৪০ বছরের পথচলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের কারণে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ১৯৮২ সালে সমাজসেবা অধিদপ্তর ও ১৯৯৭ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত এই সংগঠন ১৯৯৯ সালে স্বর্ণপদক অর্জন করে।