মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূল বিএনপির কর্মী সমর্থক ও নেতাকর্মীদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়াহেদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলার বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, বারৈয়ারহাট কলেজের অধ্যক্ষ আশরাফ উদ্দিন, সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুজ্জামা ,পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন , ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস মেম্বার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল কবির, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক আমজাদ বাবু, আরিফ, সাবেক সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজর এর আহ্বায়ক ফয়সাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, যুবদলের সদস্য বাবু, জসিম, ছাত্রনেতা ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সাইফুল, সাকিল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।