‘যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে, বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন মানবতার কল্যাণে থাকব মোরা সবখানে’ স্লোগানে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৬ ব্যাচ মিরসরাই এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১মার্চ) মিরসরাই অডিটোরিয়ামে জমকালো ও আনন্দমুখর পরিবেশে উক্ত মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এজেডএম সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৯৬ ব্যাচ এর চীপ কো-অর্ডিনেটর মো. শাহাদাৎ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক, মো. কামরুল হোসেন। গত বছর নভেম্বর মাসে সংগঠনের উদ্যোগে এক মেধা বৃত্তি (৫ম ও ৮ম, স্কুল ও মাদরাসা) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি লাভ করা ৮২জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, ক্রেস্ট সনদপত্র সহ প্রায় দুই লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৩ সাল থেকে রি-ইউনিয়নের মাধ্যমে এসএসসি ৯৬ ব্যাচ মিরসরাই এর যাত্রা হয়। সূচনালগ্ন থেকে সংগঠনটি নিজেদেরকে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষা বিস্তার কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মিরসরাইবাসীর নজর কাড়তে সক্ষম হয়।
উপজেলা চেয়াম্যান জসিম উদ্দিন এসএসসি ৯৬ ব্যাচের ভূয়সী প্রশংসা করেন। তিনি সংগঠনটির কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং সকল শুভ উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ৯৬ ব্যাচের মহতী সকল কর্মকে স্বাগত জানান। তিনি আগামীতে বিভিন্ন বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের মাঝে মানবিক কাজ করার আহ্বান জানান।