বৈশাখ এলেই বর্ষবরণের আনন্দে মেতে ওঠে পুরো বাঙালী জাতি। যুক্তরাষ্ট্র প্রবাসী নানা সংগঠন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে প্রতিবছর মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়। এবার সে উদযাপনে সামিল হয়েছে মিরসরাইএসোসিয়েশন ইউএসএ এন এ’র সদস্যরা। পুরোনো জীর্ণতাকে পেছনে ফেলে ব্যক্তিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক, শ্রেণিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে বাঙালির শত শত বছরের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার লালন ও বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার মূলমন্ত্র নিয়ে নিউইয়র্কের ইকরা পার্টি সেন্টারে এ জমজমাট আয়োজন অনুষ্ঠিত হয়। সেই সাথে ঈদ পুনর্মিলন পুরো আয়োজনে দেয় ভিন্ন মাত্রা।
গত রবিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। পরে এসো হে বৈশাখ এসো এসো’—সমবেত সংগীতের পর বৈশাখী উদযাপনে মেতে ওঠেন আমেরিকায় মিরসরাইবাসী। পুরো মিলনাতন হয়ে ওঠে এক টুকরো মিরসরাই। অনুষ্ঠানে আগত অতিথীরা বাাঙালীর ঐতিহ্যবাহী পোষাক শাড়ী ও পাঞ্জাবী পরিধান করে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের সাথে চলে মজার মজার সব খাবারের আয়োজন। শুরুতে পান্তা ইলিশের সাথে নানা রকম মুখরোচক ভর্তা, দেশীয় নানা পদের খাবারে মেতে ওঠেন অতিথীরা। হারিয়ে যান সেই দেশীয় অনুভূতিতে। আমেরিকায় মিরসরাই এর এসংগঠন যেন দেশীয় সংস্কৃতি রক্ষার উদাহারণ হয়ে ওঠে।
অন্যদিকে খাবারের এ আয়োজনের সাথে স্টেজে চলে নানা আয়োজন। নাচ, গান, পুথি পাঠ, ও গণসংগীত পরিবেশনা ছিলো মূল আকর্ষণ । সেই সাথে চলে আলোচনা অনুষ্ঠানও। মিরসরাই এসোসিয়েশনের এবারের বৈশাখ উদযাপনের মূল চমক ছিলো প্রবাসে অন্যতম সেরা মুখ কাজী আশরাফ হোসেন নয়নের আনুষ্ঠানিকভাবে এ সংগঠনে যোগদান। সমিতির ফর্ম নিজ হাতে পূরণ করে মিরসরাই এসোসিয়েশনের সাথে যুক্ত হন তিনি। তাকে ফুল দিয়ে সংগঠনে যুক্ত করে নেন সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভূঁইয়া। যোগদান শেষে এক সংক্ষিপ্ত বক্ত্যবে কাজী নয়ন বলেন, মিরসরাইবাসীর প্রাণের সংগঠন মিরসরাই এসোসিয়েশন । তিনি এ সংগঠনে যোগ দিতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। আগামীতে এ সংগঠনকে এগিয়ে নিতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি ।
অনুষ্ঠানে সভপতির দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা জয়নাল আবেদীন জাহাঙ্গীর। তিনি বলেন, এটাই মিরসরাই প্রবাসীর মূল সংগঠন। এখানে মিরসরাই এর প্রায় সব প্রবাসী সামিল হয়েছেন। মিরসরাই প্রবাসীদের বিভ্রান্ত না হয়ে এ সমিতির ছাতার নিচে সমবেত হবার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী উপদেষ্টা কাওসার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ফখরুদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা প্রণব বৈদ্য, সুব্রত বৈনিক, সদস্য হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া। বক্তারা সবাই মিরসরাইবাসীকে এ মিলন মেলায় যোগ দেবার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে আগামীতে আরও জমজমাট আয়োজনের প্রতিশ্রুতি দেন।
সমাপনী বক্তব্যে আগামী ৬ আগষ্ট সমিতির বার্ষিক বনভোজনে অংশ নেবার জন্য মিরসরাইবাসীকে অগ্রিম দাওয়াত দেন সাধারণ সম্পাদক আরিফ ভূইয়া ।
এছাড়া এ আয়োজনে অংশ নেন ফারহানা শারমিন সুমি, তাহমিনা আক্তার কলি, নাদিয়া সোবহান লিলি, সাজেদা বেগম সাজু, সুলতানা আক্তার লাকী, নাসরিন খন্দকার, নূর ছাবা পূর্নীমা, রোজিনা মন্জু মিনু, হায়দার টিপু, জি এম মোর্শেদ , মাইন উদ্দিন খন্দকার, বিপ্লব দেসহ অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় এ আয়োজন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির প্রচার সম্পাদক শান্তু বিশ্বাস।