:নিজস্ব প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জাগ্রত প্রতিভা বনাম কমফোর্ট শিরোনাম সংঘের মধ্যকার খেলায় জাগ্রত প্রতিভা বিজয়ী হয়।
খেলা শেষে উদয়ন ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য সোলেমান উদ্দিন বাদশার সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিনের সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূইয়া, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, সাখাওয়াত উল্লাহ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত মিঠু, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি সালাউদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন, সমাজসেবক শফিকুর রহমান জাহাঙ্গীর প্রমুখ। এসময় ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন জাগ্রত প্রতিভার সাইফুল। টুর্নামেন্টে ধারাভাষ্যে ছিলেন, শাহাদাত হোসেন, ফিরোজ আহমেদ ও আবদুল্লাহ আল হানিফ। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়েছে।