মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীমের যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক পদে পদায়ন এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেনের যোগদান ও উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হিসেবে মোহাম্মদ সাহাব উদ্দিনের পদায়নে সংবর্ধনা সভার আযোজন করা হয় । মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের সঞ্চালনায় এসময় পবিত্র কোরআন থেকে তিলোওয়াত করেন অদম্য যুব সংঘের সদস্য মো. জোবায়ের ও পবিত্র গীতা থেকে পাঠ করেন দুর্বার প্রগতি সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী। এরপর স্বাগত বক্তব্য রাখেন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীম, নবাগত উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মুসলিম উদ্দিন, দীপ জ্বেলে যাইয়ের প্রতিষ্ঠাতা শারফুদ্দীর কাশ্মীর, শুভ সংঘ মিরসরাই শাখার সভাপতি সুভাষ সরকার, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সভাপতি ডা. আনোয়ার হোসেন, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমেদ, হিতকরী যুব সংঘের প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম রয়েল ও প্রজন্ম মিরসরাইয়ের সহ সভাপতি মোহাম্মদ মহসিন প্রমুখ । আলোচনা পর্বে বক্তারা পদোন্নতি প্রাপ্ত অফিসারদের এ উপজেলায় কর্মময় জীবনের নানা স্মৃতিময় দিক তুলে ধরেন এবং আগামীর সফলতা কামনা করেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে স্মারক উপহার তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সংবর্ধনা সভার এ আয়োজনে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অভিযান ক্লাব, নির্বাণ যুব সংঘ, অদম্য যুব সংঘ, আদর্শ বন্ধু ফোরাম, মীরসরাই প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়ন সংগঠন, উপকূল, প্রজন্ম মিরসরাই, ঝংকার, সৃজন যুব সংঘ, ফ্রেন্ডস্ সার্কেল ব্লাড ব্যাংক, এফসি সিক্সটিন ইউনিয়ন ব্লাড ব্যাংক, রক্তিম ক্লাব করেরহাট, হিতকরী যুব সংঘ, সমাজবন্ধু যুব সংগঠন, মিশুক, উদ্দীপন ক্লাব, শতাব্দী ক্লাব, শুভ সংঘ, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কৃষক সমিতি, যুব কল্যাণ সংঘ, দীপ জ্বেলে যাই, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, যুব উন্নয়ন সংঘ, নবজাগরণ সমাজকল্যান পরিষদ ও জাগ্রত প্রতিভা।