আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১৪ তম বার্ষিক মাহফিল

top Banner

ঐতিহ্যবাহী আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১৪ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক মাহফিল আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম মিয়ার সার্বিক তত্বাবধানে এবং মাওলানা মফিজ উল্ল্যাহর সঞ্চালনায় ওয়াজ করেন ঢাকা জামেয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগীয় প্রধান মুহাদ্দিস মাওলানা আবদুল জলিল, মীরওয়ারিশপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী, হাটহাজারী মেখল হামি উল্লাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইসমাঈল খাঁন, বেরুলি মাদ্রাসার মুহতামিম ও ফেনী মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তৈয়্যব সুলতানি, জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা একরামুল হক। মাহফিলে মিরসরাই উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশবরণ্য আলেমগণ অংশগ্রহণ করেন।

আরো খবর