এসো মিলি ছন্দে, প্রাণের আনন্দে, চলো যাই উৎসবে, ফিরে যাই শৈশবে-এই শ্লোগানে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের ২০১০ থেকে ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী পুণর্মিলনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আবুরহাট উচ্চ বিদ্যালয় দীর্ঘ ৭৪ বছর ধরে এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা ঘটে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে। এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃৃতিক অনুষ্ঠান, ‘নাটাই’ ব্যান্ড দলের সংগীত পরিবেশনা, লাকী কুপন ড্র এবং পুরস্কার বিতরণ।
২০১০ ব্যাচের আরিফুল ইসলাম জুয়েল ও ২০১১ ব্যাচের ইমাম হোসেন রাসেলের যৌথ সঞ্চালনায় এবং আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল মোস্তফা মানিক, নুরুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, অভিভাবক সদস্য এরাদুল হক প্রকাশ এরাদ মাষ্টার, ফরিদুল ইসলাম, মঈন উদ্দিন, শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক, সাবেক শিক্ষক নুরুল মোস্তফা নিজামী।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন ২০১০ থেকে ২০২২ ব্যাচের পুনর্মিলনী ২০২৩ সালে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে সহায়ক হিসেবে কাজ করবে।
২০১২ ব্যাচের সাজ্জাদ হোসাইনের উদ্যোগে একে একে অন্য ব্যাচগুলোর সম্মতিতে ১২ টি ব্যাচের সম্মিলিত প্রয়াসে এই পূণর্মিলনী উদযাপন করা হয়। পূণর্মিলনীতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অসামান্য। তারা হলো ২০১০ ব্যাচের ফজলুল করিম, তৌহিদুল আলম নিপুল, আব্দুল হান্নান, ২০১১ ব্যাচের ইমাম হোসেন রাসেল, এসএম তকি উল্ল্যাহ ইমতিয়াজ, ২০১২ ব্যাচের সাজ্জাদ হোসেন, জিয়া উদ্দিন গাজী, শেখ ফরিদ, ২০১৪ ব্যাচের শরিফুল ইসলাম শোভন, সাখাওয়াত হোসেন অমিত, ২০১৫ ব্যাচের মাহমুদুল হক, সৈকত, ২০১৭ ব্যাচের মোমিন রাজু, রাহিম, সোহাগ, রাজিব। এছাড়াও প্রত্যেক ব্যাচের ৩ জন প্রতিনিধির প্রচেষ্টার মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয় বলে জানান আয়োজকরা।
আলোচনা সভার পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৫ ব্যাচের তরিকুল ইসলাম ইমনের সঞ্চালনায় নৃত্য প্রদর্শন করেন ২০১২ ব্যাচের দুখু দাস, ২০১৮ ব্যাচের তিথি মজুমদার, ২০১৫ ব্যাচের ফরহাদ উদ্দিন, ২০১৭ ব্যাচের তরিকুল ইসলাম রাহাত, ২০২০ ব্যাচের তন্নী, ২০২১ ব্যাচের নূরে আকসা, ২০২২ ব্যাচের অরণ্য রুদ্র।
সবশেষে লাকী কুপনের ড্র অনুষ্ঠিত হয়। এতে ১২ টি আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ ব্যাচের ফরহাদুল ইসলামের হাসি এবং মজাদার কথামালায় র্যাফেল-ড্র ঘোষণা করা হয়।