মিরসরাই উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দৃষ্টিনন্দন প্রবেশ ফটক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আযম। ফটক উদ্বোধনের একপর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক রবিউল হোসেন নিজামী।
এসময় কাজী শাখাওয়াত হোসেন আযম বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল ও প্রধান শিক্ষক মর্জিনা আক্তারের হাতে ফটক নির্মাণ ব্যয়ের অনুদান চেক তুলে দেন।
ফটকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও অনুদান চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, আমেরিকা প্রবাসী কাজী সাখাওয়াত হোসেন আযম, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আহম্মদ, কাজী মোশাররফ হোসেন বাবলু, আরিফ চৌধুরী, আওয়ামীলীগ নেতা গোলাম সরওয়ার, পরিচালনা কমিটির সদস্য জামাল মেম্বার, সঞ্জিত মেম্বার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মহরম আলী, জামাল উল্লাহ, মিহির কান্তি নাথ, ধর্মীয় শিক্ষক রবিউল হোসেন নিজামী, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক নুর ছাপা, পল্লী চিকিৎসক মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুচ্ছাপা নয়ন, সহকারী শিক্ষিকা ফারিহা আক্তার প্রমুখ।