চলমান রিপোর্ট
প্রবাসে মিরসরাইবাসীর মিলনমেলা। উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাইবাসীদের সংগঠন ‘মিরসরাই সমিতি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন ২০২১।
নিউ ইয়র্কের অপরূপ সুন্দর ও প্রাকৃতিক নির্মল ছায়া বেষ্টিত সানকিন মেডো স্টেট পার্কে স্থানীয় সময় শনিবার (১০ জুলাই) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন ও খেলাধুলাসহ নানা আয়োজন ছিল এ বনভোজনে। এতে খেলাধুলা, গল্প গুজব ও আনন্দ আড্ডায় মেতে উঠেছিলেন আমেরিকার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৫০০ জন মিরসরাইবাসী।
বনভোজনের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনন্দ আরো বহুগুণে বাড়িয়ে দেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। যুক্তরাষ্ট্র মিরসরাই সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে আমেরিকায় মিরসরাইবাসীদের আরো উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে আধুনিক মিরসরাই গঠনের রুপকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আপনাদের ভোটে আমি সাত বার সাংসদ হয়েছি। আপনারা এখান থেকে যে অর্থ দেশে পাঠান, তা দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে। করোনা ভাইরাসের মধ্যেও ছয় লাখ কোটি টাকার বাজেট আমরা ঘোষণা করতে পেরেছি। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে আমরা গর্ববোধ করি। উন্নয়নশীল দেশে জণগণকে সরকারের পক্ষ থেকে কোন প্রকার ভাতা দেয়া হয় না। কিন্তু শেখ হাসিনার সরকার দেশের এক কোটি মানুষকে ভাতার আওতায় এনেছেন। এ করোনা মহামারীর সময়ও দেশে কোন মানুষ না খেয়ে মারা যায় নি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, গোলাম সামদানি, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ রিজভী চৌধুরী, সেলিম চৌধুরী, আবদুল কাদের, শমসের চৌধুরী, বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক আসিফুর রহমান, সদস্য সচিব প্রফেসর ইকবাল হায়দার চৌধুরী, যগ্ম আহ্বায়ক আশরাফ আলী খান (লিটন) ও সাইফুদ্দিন ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব আরিফুল হাসান ও বেলাল আহমেদ, সমন্বয়কারী ডাক্তার রেজাউল করিম শামীম।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বলাই শর্মা, নাসরিন আক্তার, তোফাজ্জল হোসাইন (লিখন), মাস্টার কলিম উল্লাহ, জিয়াউর রহমান লাকি, আনোয়ার ভূঁইয়া পারভেজ, মাসুদ হোসাইন, দেবাশীষ নাথ, আলিম উদ্দিন মামুন, জহির হোসাইন, ডাক্তার কাজী নাহার সুমি, কাজী সাইফুল আলম, মেজবাহ উল আলম ভূঁইয়া, মঈন উদ্দিন, রিংকু চৌধুরী, মো. মনজুরুল হক, জাহাঙ্গীর আলম (কানিকটিকাট), নাজিম উদ্দিন ফারুক, ফয়সাল জাকারিয়া আনোয়ার (কানিকটিকাট), ফয়সাল চৌধুরী, সাজিত খান, কামাল উদ্দিন, মো. গোলাম সরওয়ার, মাহফুজ আলম, মো. কামাল উদ্দিন, আবদুল্লাহ আল ফরহাদ, আলাউদ্দিন আহমেদ, মো. আসাদুজ্জামান (অপু), রাফি আল আব্বাস, এমদাদ হোসাইন, মো. হাসান, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ মামুন মোর্শেদ, ফরহাদ হোসাইন, বাবু শ্রীদাম, তারেক আব্দুল আজিজ।