আওয়ামী লীগ নেতা সেলিমের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

top Banner

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌরবাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আবছার সেলিমের উদ্যোগে দুস্থ, হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকালে মিরসরাই পৌরসদরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ৫ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, চিরা ১ কেজি, ডাল ১ কেজি, চনাবুট ১ কেজি ও মুড়ি ৫শ গ্রাম।

নুরুল আবছার সেলিম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমি পৌরসভা এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ২৩০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

আরো খবর