অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি পেলেন মিরসাইয়ের গোলাম আযম

top Banner

অস্ট্রেলিয়া সরকারের গবেষণা প্রশিক্ষণ বৃত্তি তথা (আরটিপি) শিক্ষাবৃত্তি পেলেন মিরসরাইয়ের কৃতি সন্তান বিজ্ঞানী গোলাম আযম। তিনি দ্যা ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়া’তে পিএইচডি ডিগ্রী’র জন্য এই বৃত্তি অর্জন করেন। তিনি ছাড়াও তাঁর স্ত্রী, সন্তানও এই বৃত্তির আওতায় থাকবে। বিজ্ঞানী গোলাম আযম বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট-এ (BARI) বৈজ্ঞানীক কর্মকার্তা হিসেবে কর্মরত রয়েছেন।

কৃষি ভিত্তিক নানামূখী গবেষণা নিয়ে দেশী ও বিদেশী বিভিন্ন গণমাধ্যম ও জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ রয়েছে। বিজ্ঞানী গোলাম আযম জেবি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি মিরসরাইয়ে ৬ নং ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়া গ্রামের এনায়েত উল্যাহ ভূঁইয়া বাড়ির নিজাম ডিলারের সন্তান।

বিজ্ঞানী গোলাম আযম বলেন, সবুজ, নয়াভিরাম পরিপূর্ণ একটি গ্রামীন আবহে আমার বেড়ে উঠা। কৃষি ও কৃষকের সাথে আমি এবং আমার পরিবারের নিভীড় সম্পর্ক ছিলো। আমি ছোট বেলা থেকেই ভিন্নধর্মী কিছুর মাধ্যমে নিজেকে জড়িত রাখার প্রাণপণ চেষ্টা ছিলো। অবশেষে নিজের চাওয়া অনুযায়ী এই গর্বকরার মতো সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ হলো। আমি বাংলাদেশের কৃষিখাতকে আধুনিকায়ন এবং সমস্যা চিহ্নিত করে সেগুলো তাড়িৎ সমাধানের জন্য উপায় বের করার ক্ষেত্রে যথেষ্ট কাজ করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া সরকারের এই বৃত্তি অর্জন আমার দেশ, ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবারের জন্য অনেক বেশী গর্বের বিষয়। আমার কর্মস্থলের সকল সিনিয়র কর্মকর্তা এবং সরকারের সকল ধরনের সহযোগীতা আমার এই পথচলাকে মসৃণ করেছে। আমি এখান থেকে অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা আমার দেশের জন্য কাজে লাগানোর চেষ্টা করবো।

আরো খবর